ডেস্ক রিপোর্ট

২৯ জানুয়ারি ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ণ

সরকার লুটপাটের দায় জনসাধারণের কাঁধে চাপিয়ে দিচ্ছে: সিপিবি

আপডেট টাইম : জানুয়ারি ২৯, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ক্ষমতাসীন গোষ্ঠী তাদের লুটপাটের সব দায় জনসাধারণের কাঁধে চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, সর্বব্যাপী লুটপাটের ধাক্কায় নিত্যপণ্যের দাম আনেক আগে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এক সমাবেশে সিপিবির নেতারা এসব কথা বলেন। সমাবেশ শেষে ফকিরাপুল, রাজারবাগ, শাহজাহানপুর হয়ে খিলগাঁও পর্যন্ত পদযাত্রা কর্মসূচি করেছে দলটি। বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং জাতীয় সম্পদ রক্ষা, পাচারকৃত অর্থ উদ্ধার, সারা দেশে রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে নেতারা বলেন, সরকার লুটেরা, মুনাফাখোর, মজুতদারদের স্বার্থের ‘পাহারাদার’ হিসেবে ব্যবসায়ী–সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। সাধারণ মানুষের প্রতি সরকার কোনো দায়বদ্ধতা দেখাচ্ছে না। শাসকদল মুখে মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে নয়া উদারনীতিবাদ ও মুক্তবাজার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে। সরকারের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে ব্যবসায়ীদের সিন্ডিকেট রমজান মাস সামনে রেখে নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়িয়ে যাচ্ছে।

সমাবেশ থেকে ভোজ্যতেলের দাম কমানো, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, গণবণ্টন–ব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার করা, ন্যায্যমূল্যের দোকান চালু, ‘বাফার স্টক’ গড়ে তোলা, অবৈধ ব্যবসায়ী-সিন্ডিকেট ভেঙে দেওয়া, লুটেরা-মজুতদার-মুনাফাখোর-মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।

সিপিবির ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ঢাকা দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম, জেলা কমিটির নেতা হযরত আলী, আবদুল কুদ্দুস, জনি আরাফ খান, মঞ্জুর মঈন, সিপিবি গোড়ান শাখার সহসম্পাদক অনিক রায় প্রমুখ।

শেয়ার করুন