ডেস্ক রিপোর্ট

১ এপ্রিল ২০২৪, ১০:৪৫ অপরাহ্ণ

রাশিয়ায় বিশ্ব যুব দিবসে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন ৯৫ বাংলাদেশী প্রতিনিধি

আপডেট টাইম : এপ্রিল ১, ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: রাশিয়ার বিশ্ব যুব দিবসে অংশ নিয়ে প্রায় এক মাসের সফর শেষে দেশে ফিরেছেন মোট ৯৫জন বাংলাদেশী। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তারা রাশিয়ার উদ্দেশ্য দেশ ছেড়েছিলেন।

রাশিয়ায় বিশ্বের ১৮০টি দেশ থেকে ২০ হাজার যুব প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল- ২০২৪। বৈশ্বিক এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন ৯৫ জন তরুণ-তরুণী। এর মধ্যে ৫৩ জন যুব প্রতিনিধির সব খরচ বহন করেছে রাশিয়ান সরকার।

রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে (সোচি) অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব যুব উৎসব বা ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল। উৎসবে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে টিম বাংলাদেশ। গেল ১ থেকে ৭ মার্চ রাশিয়ার পর্যটক নগরী সোচিতে বিশ্ব যুব উৎসবের মূল পর্ব অনুষ্ঠিত হয়।

শেষ পর্বে বিশ্বের বিভিন্ন দেশের বাছাইকৃত ২ হাজার যুব প্রতিনিধিকে নিয়ে রাশিয়ার রাজধানী মস্কোসহ ৩০টি শহর পরিদর্শন। একই সঙ্গে আগামী ১৫ থেকে ১৭ মার্চ বিশ্বের বৃহত্তম দেশটির প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করেন তারা। ইউক্রেনে সামরিক অভিযানকে ঘিরে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে কোণঠাসা করার যে প্রচেষ্টা চালাচ্ছে, তার বিপরীতে পুতিন সরকার এমন ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়।

নানা আয়োজনে বাংলাদেশের যুব প্রতিনিধিরা তাদের দক্ষতা ও প্রতিভার পরিচয় দিয়ে উসবের সবাইকে মুগ্ধ করেছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ, সেমিনারে আলাপ-আলোচনা, বিভিন্ন গেম শো, বিজ্ঞান বিষয়ক সেমিনার সবক্ষেত্রেই বাংলাদেশের প্রতিনিধিরা তাদের জাতীয় মর্যাদা উজ্জ্বল করে তুলেছে এই আয়োজনের ১৮০টি দেশের কাছে।

ফেস্টিভ্যালে বাংলাদেশের একটি স্টলে মুক্তিযুদ্ধের ইতিহাস, পর্যটন, লোক ও হস্তশিল্প, মেহেদি উৎসব, মৃৎশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, পাটের থলে এবং মুদ্রা প্রদর্শনী করা হয়। এছাড়া, উৎসবে বাংলাদেশি তরুণ-তরুণীরা বিভিন্ন কর্মশালা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলায়, বিজ্ঞান বিষয়ক সেমিনার সবক্ষেত্রেই অংশগ্রহণ করে জাতীয় মর্যাদা উজ্জ্বল করে তুলেছে ১৮০টি দেশের কাছে। তারা বিশ্ব দরবারে তুলে ধরেছেন বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সমৃদ্ধ ইতিহাস।

ফেস্টিভ্যালে বাংলাদেশের একটি স্টলে মুক্তিযুদ্ধের ইতিহাস, পর্যটন, লোক ও হস্তশিল্প, মেহেদি উৎসব, মৃৎশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, পাটের থলে এবং মুদ্রা প্রদর্শনী করা হয়। এছাড়া, উৎসবে বাংলাদেশি তরুণ-তরুণীরা বিভিন্ন কর্মশালা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলায়, বিজ্ঞান বিষয়ক সেমিনার সবক্ষেত্রেই অংশগ্রহণ করে জাতীয় মর্যাদা উজ্জ্বল করে তুলেছে ১৮০টি দেশের কাছে। তারা বিশ্ব দরবারে তুলে ধরেছেন বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সমৃদ্ধ ইতিহাস।

উৎসবে বাংলাদেশের পাশাপাশি রাশিয়ান সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শনী এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের যুব প্রতিনিধিরা তাদের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি, ঐতিহ্যবাহী পোশাক, বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী তুলে ধরা হয়। বিশ্ব যুব উৎসবের বাংলাদেশ প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তারেক মাহমুদ ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন হায়দার রাশিয়া সরকারের সার্বিক সহযোগিতায় উৎসবে যোগদানকারী বাংলাদেশ দলের নেতৃত্ব দেন।

বাংলাদেশ থেকে আগত যুব প্রতিনিধি দলটির প্রধান সমন্বয়ক তারেক মাহমুদ ফারহান এর কাছে পুরো আয়োজন নিয়ে জানতে চাইলে তিনি জানান,বিশ্ব যুব উৎসব ২০২৪ আমাদের জন্য এক অন্যন্য অভিজ্ঞতা ছিল। এখানে ১৮০ টা দেশ থেকে যুব প্রতিনিধিরা যোগ দিয়েছেন। আমরা চেষ্টা করেছি বাংলাদেশ কে বিশ্ব দরবারে তুলে ধরার। আমরা বিশ্বাস করি যে আমরা সর্বোচ্চ সফলতার সাথে এটি করতে পেরেছি। এছড়াও আমারদের যুব সমাজের যারা এখানে আসার সুযোগ পেয়েছেন তারা এখান থেকে অনেক কিছু অর্জন করেছেন যা তাদের ব্যস্তব জীবনে কাজে লাগাতে পারবেন। এই বছরই রাশিয়া তে আরও কয়েকটা আন্তর্জাতিক যুব সম্মেলন হবে, যেখানে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ম্যাধমে বাংলদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবো।

শেয়ার করুন