ডেস্ক রিপোর্ট

২৫ জুলাই ২০২১, ১২:১৯ অপরাহ্ণ

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৯ জনের মৃত্যু

আপডেট টাইম : জুলাই ২৫, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত মারা যা্ওয়াদের মধ্যে ১৫ জন করোনায় আক্রান্ত ও ৪ জন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৮৪১টি নমুনা পরীক্ষা করে ২৬০ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩১ শতাংশ।

হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ১৪৮ জন আর উপর্সগ নিয়ে ৬০ জনসহ মোট ২০৮ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আমাদের নানা প্রতিকূলতার মধ্যেও করোনা রোগীদের সর্বোচ্চ সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

এ সময়ে গ্রামাঞ্চলে সংক্রমিত রোগীদের অসচেতনতাকে অধিক মৃত্যুহারের জন্য দায়ী করছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) জেলায় ৮৪১টি নমুনা পরীক্ষায় ২৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩১ শতাংশ। এ সময়ের মধ্যে চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু হয়েছে ১৫ জনের এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। এর মধ্যদিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৯৫ জনে।

শেয়ার করুন