ডেস্ক রিপোর্ট
৮ জুলাই ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক : সিলেটের জেলা প্রশাসকের অপসারণ, পাথর কোয়ারি খুলে দেওয়া ও শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সাময়িক স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সোয়া ১টার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থগিতের ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম।
তিনি বলেন, আমরা ৬ দফা দাবি নিয়ে একটি কর্মবিরতি দিয়েছিলাম। বাংলাদেশ সড়ক মালিক সমিতি, বাংলাদেশ সড়ক শ্রমিক পরিবহন ফেডারেশনের সুপারিশ ও সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সুপারিশে আমরা কর্মবিরতি স্থগিত করেছি। আজ বিকেল ৩টায় বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে। বৈঠক পরবর্তীতে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) শাহরিয়ার আলম বলেন, চলমান এইচএসসি পরীক্ষা ও সিলেট পর্যটন নগরী হওয়াতে ধর্মঘটের কারণে প্রচুর পর্যটক আটকা পড়েছেন। পরিবহন শ্রমিক নেতারা আমাদের অনুরোধে সাড়া দিয়ে ধর্মঘট স্থগিত করেছেন।