ডেস্ক রিপোর্ট
১ জুলাই ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: জিতলেই রেকর্ড বই তছনছ হতো। ৫৩৭ রান তাড়া করতে নেমে সফল হতে পারলেই নিজেদের ক্রিকেটে নতুন ইতিহাস লিখতে পারতো জিম্বাবুুয়ে। কিন্তু হয়ে গেছে উল্টো। ইতিহাস গড়তে নেমে লজ্জাজনক রেকর্ড করেছে জিম্বাবুইয়ানরা।
বুলাওয়ে টেস্টে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৫৩৭ রানের লক্ষ্য তাড়ায় ২০৮ রানে অলআউট হয়েছে জিম্বাবুুয়ে। এতে ৩২৮ রানের বিশাল ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। নিজেদের ৩৭ বছরের টেস্ট ইতিহাসে এটিই সবচেয়ে বড় হার জিম্বাবুইয়ানদের। এর আগে তাদের সবচেয়ে বড় হারটি ছিল ৩১৫ রানের, ২০০২ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে।
জিম্বাবুয়েকে লজ্জাজনক হারের তিক্ত স্বাদ দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
এই ম্যাচে স্বাগতিকদের হারের ব্যবধানটা আরও বড় হতে পারতো। কেননা ১ উইকেটে ৩২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা জিম্বাবুয়ে ৮২ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। এরপর সপ্তম উইকেটে অধিনায়ক ক্রেইগ আরবিন ও ওয়েলিংটন মাসাকাদজা ৮৩ রানের জুটি করে দলের মান বাঁচান।
ফিফটি থেকে মাত্র ১ রান দূরে (৭৭ বলে ৪৯) থাকতে আউট হন আরবিন। করবিন বোশের বলে শর্ট লেগে টনি ডি জর্জির হাতে ক্যাচ হন তিনি। এরপর দ্রুত ভিনসেন্ট মাসাকাদজা ও ওয়েলিংটন মাসাকাদজার উইকেট হারায় জিম্বাবুয়ে। ১৮১ রানে ৯ উইকেট হারায় স্বাগতিকরা।
শেষ উইকেটে ২৭ রানের জুটি করেন ব্লেসিং মাজারাবানি ও তানাকা চিভাঙ্গা। যার পুরো কৃতিত্বই বলতে গেলে মুজারাবানির। প্রোটিয়া বোলারদের বিপক্ষে একপ্রান্তে দাঁড়িয়ে একাই লড়াই করেন তিনি। এই জুটিতে তানাকার অবদান মাত্র ১ রানের। অবশেষে ২০৮ রানে শেষ হয় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস।
এর আগে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪১৮ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে জিম্বাবুয়ে করে ২৫১ রান। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩৬৯ রান করলে ৫৩৭ রানের লক্ষ্য পায় জিম্বাবুয়ে।
প্রথম ইনিংসে ব্যক্তিগত ১৫৩ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন লুহান ড্রি প্রিটোরিয়াস।