ডেস্ক রিপোর্ট
১৭ জুন ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত কমিটির সাধারণ সভায় এ নিন্দা জানানো হয়। গণতান্ত্রিক অধিকার কমিটির বার্তা প্রেরক মারজিয়া প্রভা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলের আক্রমণ পৃথিবীজুড়ে অস্থিতিশীলতা, ঝুঁকি, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতির সৃষ্টি করছে বলে উল্লেখ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে কমিটির পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
গণতান্ত্রিক অধিকার কমিটির সভায় সভাপ্রধানের বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ। সভা থেকে ২৭-২৮ জুন চট্টগ্রাম বন্দরের ডবলমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বন্দরমুখী ‘রোড মার্চ’ সফল করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন চিকিৎসক ও রাজনৈতিক কর্মী হারুন উর রশীদ, চিকিৎসক জয়দীপ ভট্টাচার্য, লেখক ও কবি ফেরদৌস আরা রুমী, গবেষক মাহতাব উদ্দিন আহমেদ, রাজনৈতিক কর্মী আবদুল্লাহ আল কাফী, বাকি বিল্লাহ, চলচ্চিত্রকর্মী আকরাম খান, সজীব তানভীর, রাফসান আহমেদ, সংস্কৃতিকর্মী জামশেদ আনোয়ার তপন, শ্রমিক নেতা সত্যজিৎ বিশ্বাস, ইকবাল কবীর, অ্যাক্টিভিস্ট সুজিত চৌধুরী, ছাত্রনেতা রাফিকুজ্জামান ফরিদ, দিলীপ রায়, তামজিদ হায়দার চঞ্চল প্রমুখ।