ডেস্ক রিপোর্ট

১০ জুন ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ

বন্দর রক্ষার রোড মার্চ সফল করার লক্ষে চট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোটের প্রস্তুতি সভা

আপডেট টাইম : জুন ১০, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: চট্টগ্রাম সমুদ্র বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী ২৭-২৮ জুন ঢাকা থেকে চট্টগ্রাম রোড মার্চ সফল করার আহবান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।

আজ চট্টগ্রামে হাজারী গলিস্থ সিপিবি জেলা কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাসদ( মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শ্রমিক নেতা, সিপিবি চট্টগ্রাম জেলা সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড মসিউদ্দোল্লাহ্, পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়। সভায় আরো উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলা সম্পাদকমণ্ডলী সদস্য নুরচ্ছাফা ভূইয়া, উত্তম চৌধুরী, বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য সেলিম উদ্দিন, হেলাল উদ্দিন কবির, আহমদ জসীম, বাসদ (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলা সদস্য জাহেদুন্নবী কনকসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ” দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের মধ্যে আজ দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দর হুমকির মুখোমুখি। দেশের টাকায় নির্মিত বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালটি লাভবান এবং স্বয়ংসম্পূর্ণ হওয়ার সত্বেও তা দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দিয়ে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলবে। অথচ এই বন্দরকে দেশের হৃৎপিণ্ড হিসেবে আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা তা বাইরের কোম্পানিকে লীজ দেয়ার ঘোষণা দিলেন। শুধু তাই নয়, এই লীজ দেয়ার বিরোধিতা যারা করবে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়ে জনগণের বিরুদ্ধে, জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চট্টগ্রাম বন্দরকে আধুনিক, সক্ষমতা বৃদ্ধি এবং লাভজনক করবার জন্য দরকার সরকারি উদ্যেগ এবং ব্যবস্থাপনা, অথচ তা না করে সরকার অন্যান্য টার্মিনালের মতন নিউমুরিং কন্টেইনার টার্মিনালকে(এনসিটি) বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে এই অঞ্চলে আমেরিকাসহ বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির অপতৎপরতা বৃদ্ধি পাবে, যা দশের জনগণের উপর এক অশুভ প্রভাব ছাড়া আর কোনোকিছুই তৈরি করবে না। তাই আগামী ২৭-২৮ জুন ঢাকা থেকে চট্টগ্রাম বামপন্থী, সাম্রাজ্যবাদবিরোধী ও দেশপ্রেমিক রাজনৈতিক দল, ব্যক্তি ও সর্বস্তরের জনগণকে নিয়ে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানাই।”

শেয়ার করুন