ডেস্ক রিপোর্ট
২৯ মে ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ‘মওলানা ভাসানী ও সিলেটের গণভোট’ শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৪র্থ তলার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
সেমিনারে সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত টেকনিক্যাল কলেজের তৎকালীন প্রিন্সিপাল মোঃ মাসউদ খানের সভাপতিত্বে ও মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক আমিন তাহমিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকাতার বিশিষ্ট বুদ্ধিজীবী, ভাসানী গবেষক, তথ্যচিত্র নির্মাতা ও লেখক সৌমিত্র দস্তিদার।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ভাসানী ফাউন্ডেশন সিলেটের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও মূল প্রবন্ধ পাঠ করেন জিবলু রহমান। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল ছিদ্দিকী, মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, সঞ্জয় কান্ত দাশ প্রমূখ।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, ড. তুতিউর রহমান, সৈয়দ আনছার আলী, এনডিএফ এর জাহাঙ্গীর আলম, জাতীয় ছাত্র দলের সাবেক সম্পাদক জমির আহমদ, সৈয়দ মুহিবুর রহমান, সৈকত ওসমান জুবের, সৈয়দ মুহাম্মদ তারেক, সৌমিক শহীদ জাহান, এডকোর লক্ষীকান্ত সিংহ প্রমূখ।
সেমিনারে প্রধান অতিথি সৌমিত্র দস্তিদার বলেন, সারা দুনিয়াব্যাপী মওলানা ভাসানী চর্চা এখন চলছে।কারণ মওলানা ভাসানী মানুষের অধিকারের কথা বলেছেন, সাম্যবাদের কথা বলছেন।
সৌমিত্র দস্তিদার বলেন, মওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা। কিন্তু অতীতে তাকে মুছে ফেলার চেষ্টা হয়েছে।বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও তরুণ প্রজন্মের মধ্যে ফিরে এসেছেন ভাসানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি সৌমিত্র দস্তিদার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।