ডেস্ক রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১:২০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাতে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন মানবেন্দ্রের পরিবার। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পয়লা বৈশাখে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর কারণে চিত্রশিল্পী মানবেন্দ্রের বাড়ি আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মানবেন্দ্র ঘোষের পরিবারের দাবি, মানবেন্দ্র শেখ হাসিনার মুখাকৃতি বানাননি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। এ জন্য শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে পতিত আওয়ামী লীগের লোকজন এই ঘটনা ঘটাতে পারে। আগুনে ঘরের ভেতরে থাকা জিনিসপত্র পুড়ে গেছে। তবে নিরাপত্তা স্বার্থে পুলিশ সেখানে জন সাধারণের উপস্থিতি সীমিত করে রেখেছে। এ ঘটনার পরে ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে মানবেন্দ্র বলেন, ‘পহেলা বৈশাখে আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। আজকে দুর্বৃত্তরা আমার বাড়িতে আগুন দিয়েছে। এখন আমি ও আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আগুনে একটি ঘরের সবকিছু পুড়ে গেছে। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, আগুনের খবর পাওয়ার পর পরই পুলিশ ফোর্সসহ আমি ঘটনাস্থলে এসেছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধানী।