ডেস্ক রিপোর্ট

২৫ মার্চ ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ

আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা বাসদ’র

আপডেট টাইম : মার্চ ২৫, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২৫ মার্চ ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড ও টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের উপর ন্যাক্কারজনক পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড ও টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে পূর্বঘোষিত শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বিনা উসকানীতে হামলা চালায়।

নের্তবৃন্দ বলেন, এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল রাষ্ট্রের শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু তার চরিত্রের কোন বদল হয়নি। মালিকি ব্যবস্থা ও তার স্বার্থকে রক্ষার জন্য রাষ্ট্রীয় বাহিনী কতটা সোচ্চার।

নেতৃবৃন্দ এই বর্বরোচিত হামলার সাথে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন এবং অনতিবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদানে সরকারের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন