ডেস্ক রিপোর্ট

১৫ মার্চ ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ

সিপিবি’র কার্যালয় দখল করার উসকানির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাসদ

আপডেট টাইম : মার্চ ১৫, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৫ মার্চ ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে মব সৃষ্টি করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় দখল করার উসকানির তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, এদেশে সামরিক-বেসামরিক স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী সকল গণতান্ত্রিক সংগ্রামে বামপন্থীদের ভূমিকা ও অংশগ্রহণের কথা দেশবাসী জানে। ২০২৪ সালেও সিপিবি, বাসদসহ বামপন্থীরা নিজস্ব অবস্থান থেকে স্বাতন্ত্র বজায় রেখে আওয়ামী সরকারের বহু নির্যাতন সহ্য করেও ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলন সফল করতে ভূমিকা পালন করেছে। কিন্তু কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে বামপন্থীদেরকে কালিমালিপ্ত করা, মব সৃষ্টির মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করে ফ্যাসিবাদী সরকারের গণহত্যার দাবিতে এবং ধর্ষণ নির্যাতনের বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন থেকে জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর অপচেষ্টা চলছে।

বিবৃতিতে তিনি সকল প্রতিক্রিয়াশীল ও সাম্প্রদায়িক শক্তির চক্রান্ত ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের শোষিত বঞ্চিত শ্রমজীবী মানুষের সংগ্রাম, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ব্যক্তি ও শক্তির প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন