ডেস্ক রিপোর্ট

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১ অপরাহ্ণ

ছাত্র শিবিরের উপস্থিতি থাকায় ঢাবির সভা বর্জন করেছে ছাত্র ফ্রন্টসহ গণতান্ত্রিক ছাত্র সংগঠন

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক : স্বাধীনতা বিরোধী ছাত্র শিবিরের উপস্থিতি থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ডাকা সভা বর্জন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ অপরাপর গণতান্ত্রিক ছাত্র সংগঠন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আহুত সভায় ছাত্র শিবিরের উপস্থিতি থাকায় সভা বর্জন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন একথা জানান।

আসন্ন ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের সাথে সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় সংগঠনের সভাপতি মুক্তা বাড়ৈ, সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুহাইল আহমেদ শুভ ও সদস্য সচিব অদিতি ইসলাম উপস্থিত হোন।

সভায় মুক্তিযুদ্ধে গণহত্যার সাথে জড়িত সংগঠন ইসলামী ছাত্র শিবির উপস্থিত হলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলসহ অপরাপর গণতান্ত্রিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে আপত্তি পোষণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের চুক্তিকে ভঙ্গ করে ছাত্র শিবিরকে কেন এই সভায় আহ্বান করা হয়েছে তার সদুত্তর বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারেনি। তার প্রেক্ষিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ অপরাপর গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলি সভা বর্জন করে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় গণহত্যাকারী সাম্প্রদায়িক অপশক্তিকে কোন প্রকার আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন