ডেস্ক রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কতিপয় শিক্ষার্থী বেরোবির নাম পরিবর্তনে জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়েছে,এই ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা,বেরোবি সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিনা মুরমু এক যুক্ত বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন,রংপুরের পায়রাবন্দে জন্ম নেওয়া অবিভক্ত ভারতবর্ষে নারী জাগরণের পথিকৃৎ মহিয়সী বেগম রোকেয়ার নামের সাথে এই অঞ্চলের তথা বাংলাদেশের মানুষের আবেগ নিবিড়ভাবে জড়িয়ে আছে। কতিপয় ছাত্র যাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়ালে রেখেই বেগম রোকেয়ার নাম বাদ দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। বেরোবি’র ক্লাসরুমের অপ্রতুলতা,আবাসন সংকট,টিএসসি-অডিটোরিয়াম নেই,গবেষণায় বরাদ্ধ নেই ও ক্যাফেটেরিয়ায় সুলভ দামে খাবার সংকট, নামে-বেনামে বেতন ফি বৃদ্ধি ইত্যাদি ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্দোলনকারীদের কোন ভূমিকা নেই। অথচ সর্বজন গ্রহণযোগ্য প্রতিষ্ঠিত বিষয়টি বাতিল করে বেগম রোকেয়ার সৃষ্টিকে আড়াল করার অপচেষ্টা হচ্ছে।
বেরোবির প্রাক্তন,বর্তমান সকল শিক্ষার্থী ও রংপুরসহ দেশের জনগণের প্রতি আমাদের উদাত্ত আহবান বেরোবি’র নাম পরিবর্তন করা যাবে না।ফ্যাসিস্ট হাসিনার সরকার পতন আন্দোলনে অকুতোভয় সৈনিক আবু সাঈদ বেরোবি শিক্ষার্থী হিসেবে শহীদি আত্মদানের মধ্যদিয়ে সারাবিশ্বের মানুষের বহুল প্রচারিত ফলে বেরোবি’র নাম পরিবর্তনে পদক্ষেপ নিলে তা মূর্ত থাকবে না। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মনে করে,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নাম বহাল রেখেই শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো নিয়ে সচেতন শিক্ষার্থীদের ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন গড়ে তোলা।