ডেস্ক রিপোর্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে আজ ৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে জেলায় স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করা ও সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন, গণকমিটি মাগুরা জেলার যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, অন্যতম সদস্য হিমাংশু দেব বর্মন ও জান্নাতুল নূর। সমাবেশ শেষে মিছিল সহযোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
মাগুরায় চিকিৎসা সেবা বিষয়ে ১১ দফা দাবি প্রস্তাবনাসমূহ নিম্নরূপ–
১। মাগুরা জেলায় স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করতে হবে
২। সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ নির্মাণে যথাযথ উদ্যোগ নিতে হবে
৩। মাগুরা জেলায় ডাক্তারদের ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করতে হবে
৪। অবৈধ ক্লিনিক বন্ধ করতে হবে
৫। সরকারি হাসপাতালে সকল ধরনের জরুরী মেডিকেল টেস্ট নিশ্চিত করতে হবে। সদর হাসপাতালে সিটি স্ক্যান মেশিনের ব্যবস্থা করতে হবে। আইসিইউ নির্মাণ করতে হবে।
৬। সরকারি হাসপাতালের সকল শূণ্যপদে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে
৭। সরকারি হাসপাতালে সকল ধরনের জরুরী ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে
৮। সকল ধরনের অপরেশন সরকারি হাসপাতালে নিশ্চিত করতে হবে
৯। সরকারি হাসপাতালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
১০। রোগীদের খাবারের মান উন্নত করতে হবে
১১। সরকারি হাসপাতালে সকল ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে