ডেস্ক রিপোর্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বর্ধিত ভ্যাট বাতিল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
জাতীয় প্রেস ক্লাবের সামনে ২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার বিকেল সাড়ে তিনটায় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে বর্ধিত ভ্যাট বাতিল, রেশনিং ব্যবস্থা চালু করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও বাম জোটের সমন্বয়ক কমরেড ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক কমরেড মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশে সঞ্চালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “সরকার গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছে। বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে,স্বৈরতান্ত্রিক ভাবে ভ্যাট আরোপ করছে, বাজার সিন্ডিকেট রক্ষা করছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার করছে না ও বন্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি উপেক্ষা করে শ্রমিক আন্দোলনের নেতা খোরশেদ আলমকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনজীবনের সংকট মোচনে যথাযথ উদ্যোগ নিচ্ছে না। গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার উদ্যোগ নিচ্ছে না। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার করা হচ্ছে না। সংস্কার ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নেই।”
নেতৃবৃন্দ আরও বলেন, “অবিলম্বে শতাধিক পণ্যের ভ্যাট প্রত্যাহার, জনগণের নিরাপত্তা বিধান, কুমিল্লায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।”