ডেস্ক রিপোর্ট

১৫ জানুয়ারি ২০২৫, ৯:০০ অপরাহ্ণ

সাউথাম্পটন আওয়ামী যুবলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

আপডেট টাইম : জানুয়ারি ১৫, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক : সাউথাম্পটন আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

সাউদাম্পটন আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদ ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলুয়ার হোসেন সুমন এর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাউদাম্পটন আওয়ামী যুবলীগের সহ সভাপতি জুনেদ আহমেদ, আব্দুল খালেক ময়না মিয়া,সার্জন মিয়া, ছালিক মিয়া, সাউদাম্পটন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: হাসান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান, অর্থ সম্পাদক সুহেল আহমেদ খান,আলোচনা সভায় বক্তারা বলেন,নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃতপক্ষে ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতার দেশে ফিরে আসার মধ্য দিয়েই বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। বঙ্গবন্ধু নিজেই এই স্বদেশ প্রত্যাবর্তনকে ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে আখ্যায়িত করেন।

আজ বাঙালি জাতির অবিস্মরণীয় সেই ঐতিহাসিক ১০ জানুয়ারি, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন সবাই।সভায় উপস্থিত ছিলেন দিপু রহমান,শাকিল আহমেদ, সোমেলুর রহমান সোমেল প্রমুখ

শেয়ার করুন