ডেস্ক রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলায় বাসদের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৫ জানুয়ারি ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে, আদিবাসী শিক্ষার্থীদের ওপর সাম্প্রদায়িক গোষ্ঠির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, নবম ও দশম শ্রেণির এক পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত জুলাই গণঅভ্যুত্থানের একটি গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আদিবাসী শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন কালে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’নামক সংগঠন বিনা উসকানীতে বর্বর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আদিবাসী শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বিবৃতিতে তিনি অবিলম্বে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং একই সাথে বাদ দেওয়া গ্রাাফিতি পুনরায় পাঠ্যপুস্তকে সংযুক্ত করার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি সমতল ও পাহাড়ের আদিবাসীদের ওপর সকল প্রকার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশপ্রেমিক আদিবাসী বাঙ্গালী জনগণের প্রতি আহ্বান জানান।