ডেস্ক রিপোর্ট

১৪ জানুয়ারি ২০২৫, ৩:৫৪ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় আরও ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

আপডেট টাইম : জানুয়ারি ১৪, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মেডিকেল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫৮৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ নয় হাজার ৭৩১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় আরও ২৮ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল।

প্রতিদিনিই গাজা উপত্যকায় প্রাণঘাতী হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এতে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

গাজার পাশাপাশি পশ্চিমতীরেও নিয়মিত বিরতিতে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। অব্যাহত রয়েছে ধরপাকড়।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন