ডেস্ক রিপোর্ট

৯ জানুয়ারি ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ

গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও প্রয়োজনীয় সংস্কারের পরে ডাকসু নির্বাচন : ছাত্র ফ্রন্ট

আপডেট টাইম : জানুয়ারি ৯, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক : ডাকসু ও হল সংসদ গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জনের বিষয়ে গঠিত কমিটি বরাবর সংস্কার প্রস্তাবনা পেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ এক বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুহাইল আহমেদ শুভ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ডাকসু ও হল সংসদ গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন করার লক্ষ্যে গঠিত কমিটির নিকট গতকালকে আমরা বেশকিছু সংস্কার প্রস্তাবনা হাজির করেছি। গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনার মধ্যে ২০১৯ সালে সংশোধিত ডাকসু ও হল সংসদের ভোটার, প্রার্থী ও সদস্যত্ব বিষয়ক ধারায় অনার্স ১ম বর্ষের ভর্তি পরিক্ষা ও বয়সের মতো অযৌক্তিক শর্ত বাতিল করা এবং বিভিন্ন ধারায় সংসদের সভাপতির একচ্ছত্র হস্তক্ষেপের অগণতান্ত্রিক উপাদানসমূহ বাতিল করা অন্যতম।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ঐতিহ্যিক চরিত্র সমুন্নত ও একই সাথে যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় অন্যান্য সংস্কার প্রস্তাবনাও পেশ করা হয়েছে। গঠনতন্ত্র সংস্কারের জন্য চলমান প্রক্রিয়া যথেষ্ট নয়, পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করবে বলেই আমরা প্রত্যাশা করি। আমরা এ-ও মনে করি ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় গণতান্ত্রিক পরিবেশের বিশাল ঘাটতি রয়েছে।

হলগুলিতে রাজনৈতিক ও আদর্শিক বক্তব্য প্রচার-প্রচারণার উপর নিষেধাজ্ঞা, ক্যাম্পাসে সভা-সমাবেশ আয়োজনের ক্ষেত্রে ছাত্র সংগঠনসমূহের সেল্ফ-সেনসরশিপ আরোপ স্বাধীনভাবে মত প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে বাধা তৈরি করেছে। কার্যকর ছাত্র সংসদ প্রাপ্তির পূর্বশর্ত হচ্ছে এই অগণতান্ত্রিক পরিবেশ দূরীকরণ। ফলে তড়িঘড়ি নয় বরং প্রয়োজনীয় সংস্কার ও হল-ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করেই নির্বাচনের আয়োজন করতে হবে।

শেয়ার করুন