ডেস্ক রিপোর্ট

২৭ ডিসেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ণ

বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ

আপডেট টাইম : ডিসেম্বর ২৭, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় পরগনা বাজারস্হ বিশপ হাউস ও পরবর্তীতে নয়াসড়কস্হ মিশনে ফাদার ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা,বাসদ (মার্ক্সবাদী) জেলা সংগঠক সঞ্জয় কান্ত দাশ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাসুমা খানম, ছাত্র ইউনিয়নের সভাপতি মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছবা খান প্রমূখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক-ধর্মনিরেপক্ষ বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন