ডেস্ক রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: গত ২২ ডিসেম্বর ‘২৪ বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু সাহেবের গলায় জুতার মালা দিয়ে স্থানীয় স্কুল শহীদ মিনারে দুই হাত মোড়া বেঁধে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ ২৪ ডিসেম্বর বিকেল ৪ টায় কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদ সমন্বয়ক আবদুর রাজ্জাক, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা মিঁয়া মো আলাউদ্দিন, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক বশির আহমদ , বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা শাখার সম্পাদক মন্ডলির সদস্য কমরেড বিকাশ দেব, সচেতন রাজনৈতিক ফোরামের সমন্বয়ক কমরেড আবদুর মান্নান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাসদ নেতা কমরেড আবুল কাশেম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি শান্তি ভূষণ দেবনাথ সংহতি প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা শাখার সভাপতি কমরেড সুজাত আলী।
জোড়া শালিক প্রকাশনা স্বত্বাধিকারী বিশিষ্ট কবি সাহিত্যিক জনাব হালিম আব্দুল্লাহ, বিশিষ্ট আইনজীবী স্বর্ণ কমল নন্দী পলাশ, -সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সভাপতি সরদার হুমায়ূন কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সভাপতি ছাত্র নেতা জাহাঙ্গীর আলমসহ প্রমুখ নেতৃবৃন্দ।