ডেস্ক রিপোর্ট

৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ণ

নারীর প্রতি সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

আপডেট টাইম : ডিসেম্বর ৯, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা আহ্বায়ক মাছুমা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, মহিলা ফোরামের আশু শর্মা, উর্মি পাল, অর্চিতা শর্ম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া সমাজে নারীর যে অবস্থা দেখতে চেয়েছিলেন তাঁর মৃত্যুর ৯০ বছর পরেও আমরা সেখানে পৌছতে পারিনি। সমাজ মননে আরও বেশি অবক্ষয় ঘটে গেছে। সারাদেশে নারী-শিশু ধর্ষণ-নির্যাতন-হত্যা এক ভয়াবহ রুপ নিয়েছে। বক্তারা নারীর প্রতি সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বক্তারা, বেগম রোকেয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে অব্যাহত নারী নির্যাতন বন্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন