ডেস্ক রিপোর্ট

১ ডিসেম্বর ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ

সকল প্রকার নৈরাজ্যকর পরিস্থিতির অবসান করুন: বাসদ

আপডেট টাইম : ডিসেম্বর ১, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা রোববার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সহ-সভাপতি বেলাল আহমেদ ও শহীদ আহমদ, শ্রমিক ফ্রন্ট এর যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সংগ্রাম পরিষদের শেখ রফিক আহমদ, সিমান্ত রায়, ফখরুল ইসলাম, হারুন আহমদ, সামছু আহমদ, আইবুর রহমান, মাহফুজ আহমেদ প্রমূখ।

কর্মীসভায় বক্তারা বলেন, ছাত্র-শ্রমিক–জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের প্রায় ৪মাস অতিবাহিত হলেও অন্তবর্তীকালীন সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম। ফলে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে।

বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক করতে পারেননি।

বক্তারা জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে দ্রুত আইন শৃঙ্খলা ও সকল প্রকার নৈরাজ্যকর পরিস্থিতি অবসান কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান

শেয়ার করুন