ডেস্ক রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিষদ এর আহ্বায়ক খালেকুজ্জামান লিপন এক বিবৃতিতে ঢাকা মহানগরে ব্যাটারি রিকশা চলাচলে হাইকোর্ট এর দেয়া নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় ও এক মাসের মধ্যে আইনগতসহ এর স্থায়ী সমাধানে কর্যকর ব্যবস্থা গ্রহণে মহামান্য সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আদেশ প্রদান করায় মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে সন্তোষ প্রকাশ করেছেন। একই সাথে ব্যাটারি রিকশা ও ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের জন্য প্রণীত থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযান সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪ আগামী ১ মাসের মধ্যে সমস্ত অংশীজনের সাথে বৈঠক করে চূড়ান্ত এবং নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করার বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে খালেকুজ্জামান লিপন ঢাকা মহানগরসহ সারাদেশের ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের চালকসহ সংশ্লিষ্টদের প্রতি প্রধান প্রধান ও মহাসড়কে গাড়ি না চালাতে ও ট্রাফিক আইন মেনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য আহ্বান জানান। চলমান আন্দোলনে রিকশা চালকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃতদের নি:শর্ত মুক্তি দেওয়ার জন্যও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক।