ডেস্ক রিপোর্ট

১১ নভেম্বর ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

আপডেট টাইম : নভেম্বর ১১, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই চারজন রেললাইনে বসেছিল। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন ঘটনা স্থলে মারা যান। তারা দিনমজুর বলে জানা গেছে।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ইনচার্জ মামুন হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন