ডেস্ক রিপোর্ট
৩ নভেম্বর ২০২৪, ১:০৮ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ^াসকে হত্যার উদ্দেশ্যে তার বাসায় ও সচিব আবুল কালামের উপর হামলাকারী সাবেক কাউন্সিলর সন্ত্রাসী রিয়াদ হাসান ও সংরক্ষিত সাবেক কাউন্সিলর সন্ত্রাসী শারমিন হাবিব বিন্নিসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের বিক্ষুব্ধ নাগরিক সমাজের উদ্যোগে আজ বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খবরের পাতার সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, কমিউনিস্ট পার্টির জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আওলাদ হোসেন, নিতাইগঞ্জ পাইকারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শংকর সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সমন্বয়ক নিয়ামুর রশীদ বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইফুল ইসলাম, সনাতন ছাত্র সমাজের আহ্বায়ক অভিজিত সাহা, সনাতন পাল লেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাজিম আহমেদ। ঘটনার বিবরণ দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ^াস।
সমাবেশে রফিউর রাব্বি বলেন, ২৭ অক্টোবর দিবাগত রাত ১ টায় সাবেক কাউন্সিলর অসিতের বাড়িতে তাকে হত্যার উদ্দেশ্যে দুইটি দরজা ভেঙ্গে রিয়াদ ও বিন্নির নেতৃত্বে সন্ত্রাসীরা প্রবেশ করে। তাকে ঘরে না পেয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। সিসি টিভি ফুটেজে রিয়াদ ও বিন্নির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। ২৮ অক্টোবর অসিত বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দেয় কিন্তু ওসি ৪ দিন ঘুরিয়ে আজ মামলা গ্রহণ করে। এখনও রিয়াদ বা বিন্নিকে গ্রেফতার করেনি। বিগত স্বৈরাচারী আওয়ামী শাসনে আমরা আওয়ামী লীগ বশংবদ পুলিশ দেখেছি। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পওে একটি অন্তবর্তী সরকারের সময়ে পুলিশ কার ইশারায় চলছে? আমরা অবিলম্বে সন্ত্রাসী রিয়াদ ও বিন্নিসহ হামলাকারী সকল সন্ত্রাসীদের গ্রেফতার দেখতে চাই।
মাহবুবুর রহমান মাসুম বলেন, অসিত বরণ বিশ^াস পর পর ৩ বার কাউন্সিলর নির্বাচিত। সারাদেশের মধ্যে
একজন সৎ, আদর্শবান, নির্ভিক কাউন্সিলর হিসাবে অসিত পরিচিত। এরকম একজন কাউন্সিলরের বাসায় রাতের অন্ধকারে রিয়াদ ও বিন্নির নেতৃত্বে আক্রমণ হয়েছে। সর্বস্তরের নারায়ণগঞ্জবাসী ধিক্কার জানাচ্ছে। কাউন্সিলর অসিতের সচিব আবুল কালাম তাকে উদ্ধারের জন্য গেলে পথে ২ নং রেলগেইটে বিন্নিসহ ১০/১৫ জন কালামকে ব্যপক মারধর করে। আশংকাজনক অবস্থায় কালাম চিকিৎসাধীন আছেন। তারপরও আসামী গ্রেফতারে পুলিশকে গড়িমসি করতে দেখছি। আগে ওসমান পরিবারের প্রভাবে পুলিশ পরিচালিত হতো। এখন কার প্রভাবে পুলিশ চলছে আমরা তা জানতে চাই। জনতা হাসিনাকে হটিয়েছে। প্রশাসন দুর্বিত্তদের পক্ষ নিয়ে তাদের গ্রেফতার না করে তাহলে নারায়ণগঞ্জবাসী পক্ষপাতদুষ্ট ডিসি, এসপি, ওসিকে জেলা থেকে বিদায় করে দিবে।