ডেস্ক রিপোর্ট

৩ নভেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ণ

নির্বাচনী রূপরেখা প্রনয়নের দাবিতে মৌলভীবাজারের বাম জোটের সমাবেশ

আপডেট টাইম : নভেম্বর ৩, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ, রেশনিং চালু করা এবং নির্বাচনী রূপরেখা প্রনয়নের দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজারের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ।

আজ ২ নভেম্বর ২০২৪, শনিবার বিকাল ৪টায় মৌলভীবাজার চৌমুহনা চত্বরে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষনা করা, নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালু করা, আইন-শৃঙ্খলার উন্নতিসাধন করা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান এবং সভা পরিচালনা করেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, সিপিবি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট মাসুক মিয়া, সম্পাদক মন্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাসদ জেলা সদস্য রেহনোমা রুবাইয়াৎ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি জ্যোতিষ মোহন্ত প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন