ডেস্ক রিপোর্ট
১ নভেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটির এক সভা বৃহস্পতিবার (৩১অক্টোবর) রাত ৮টায় আম্বরখানাস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক সিরাজ আহমদ, সিপিবি সাবেক জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ,বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বিপ্লবীকমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি অসহনীয় পর্যায়ে এসে ঠেকেছে। আওয়ামী লীগ আমলের মতোই শুল্ক হ্রাস করেও পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। অর্থাৎ মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেট আগের মতোই শক্তিশালী। নেতৃবৃন্দ বলেন বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত অপরাধ বাড়ছে। এগুলো সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে। পুলিশকে সক্রিয় করে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো দরকার।
সভায় নেতৃবৃন্দ বলেন,অন্তর্বর্তী সরকারের এমন কোন পদক্ষেপ নেয়া ঠিক হবেনা যাতে অভ্যুত্থানকারী শক্তির মধ্যে বিভক্তি সৃষ্টি হতে পারে এবং ফ্যাসিবাদী সরকারের দোসরেরা সুযোগ নিতে পারে। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যতটুকু নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ অন্যান্য সংস্কার সম্ভব তা সম্পন্ন করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখসহ রোডম্যাপ ঘোষণা করতে হবে।
সভায়,সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর কে আগামী ৩মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়।