ডেস্ক রিপোর্ট

২৩ অক্টোবর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ণ

‘সেন্ট মার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ করলে আমরা কীভাবে চলব’

আপডেট টাইম : অক্টোবর ২৩, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ও গণমিছিল করেছেন দ্বীপের বাসিন্দারা। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দ্বীপের নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেন।

মিছিলে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ এবং ভ্রমণ সীমিতকরণ হলে পর্যটন শিল্পের সঙ্গে সরাসরি জড়িত তিন লাখের বেশি মানুষের জীবন-জীবিকা ক্ষতির মুখে পড়বে। তাই পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করে পর্যটক যাতায়াত অব্যাহত রাখতে সুপরিকল্পিত সংস্কার করতে হবে।

আব্দুর রহমান নামে আরেক বাসিন্দা বলেন, সেন্ট মার্টিনে সারা বছর কোনো পর্যটক আসতে পারেন না। মাত্র তিন মাস ব্যবসা করে পুরো দ্বীপের বাসিন্দারা জীবন চালান। রাত্রিযাপন নিষিদ্ধ এবং ভ্রমণ সীমিতকরণ করলে দ্বীপের মানুষ কী খাবে? উপায় না পেয়ে আজ মাঠে নেমেছি।

শিক্ষার্থী শোয়েব বলেন, সেন্ট মার্টিন পর্যটক নির্ভর এলাকা। দ্বীপের বাসিন্দারা পর্যটক আসলে চলতে পারেন। সেখানে রাত্রিযাপন নিষিদ্ধ এবং ভ্রমণ সীমিতকরণ করলে আমরা কীভাবে চলব? আমাদের ভাত দেন, না হয় সিদ্ধান্ত প্রত্যাহার করেন। দ্বীপের বাসিন্দাদের বাঁচান।

শেয়ার করুন