ডেস্ক রিপোর্ট
২২ অক্টোবর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: শ্যামপুর চিনিকলসহ বন্ধ সকল চিনিকল চালু, শ্রমিকদের চাকুরিতে পুনঃবহাল ও বকেয়া বেতন পরিশোধ এবং আখচাষীদের রক্ষার দাবিতে গতকাল ২১ অক্টোবর ২০২৪,সোমবার আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ,শ্যামপুর এর উদ্যোগে শ্যামপুর মিলগেটে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
চন্দনপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ,শ্যামপুর, রংপুর এর আহবায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে, বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় উক্ত জনসভায় বক্তব্য রাখেন চিনিকল পুনঃচালুকরণ টাস্কফোর্স কমিটির সদস্য, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মানস নন্দী,শ্রমজীবী আন্দোলনের সভাপতি হারুনার রশীদ ভূঁইয়া,গার্মেন্টস ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু,সভাপতি,বাংলাদেশ আখচাষী ইউনিয়ন, জাতীয় কমিটির সভাপতি আনসার আলী দুলাল,শ্রমিক ফেডারেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শামীম ইমাম, শ্রমজীবী সংঘের সভাপতি আবদুল আলী, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা,আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু,শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল আলম মোস্তফা, সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের সদস্যসচিব ইসমাইল হোসেন,আখচাষী রবিউল ইসলাম,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেতাবগঞ্জের নেতা রোজী, শ্যামপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হযরত আলী,তরুণ আখচাষী ও জাতীয় নাগরিক কমিটি,রংপুর জেলার সদস্য রাব্বী হোসেন প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের ফলে শ্যামপুর চিনিকল পাঁচ বছর যাবৎ বন্ধ আছে।এই চিনিকল হাজার হাজার আখচাষী, শত শত শ্রমিক এবং শ্যামপুর অঞ্চলের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের বেঁচে থাকার অবলম্বন ছিলো।উক্ত চিনিকল বন্ধ হওয়ায় এই অঞ্চলের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে।তাই শ্যামপুর অঞ্চলের মানুষকে বাঁচাতে এই চিনিকল অবিলম্বে চালু করতে হবে।নেতৃবৃন্দ আরও বলেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে।সেই ফ্যাসিবাদী সরকারের শ্যামপুর চিনিকল বন্ধের জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বাতিল করা এবং দ্রুততম সময়ের মধ্যে চিনিকল চালু করা বর্তমান সরকারের নৈতিক ও অবশ্যকরণীয় কর্তব্য।