ডেস্ক রিপোর্ট

৩ অক্টোবর ২০২৪, ৩:১৪ অপরাহ্ণ

লালমনিরহাটে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, গ্রেফতার ৩

আপডেট টাইম : অক্টোবর ৩, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপির পার্টি অফিসে ভাঙচুরের মামলায় বুধবার (২ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

এরমধ্যে হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুকে হাতীবান্ধা তেল পাম্প এলাকা ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে দইখাওয়া বাজার, একই সঙ্গে সফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে আটক করা হয়।

গ্রেফতার আনোয়ার হোসেন মিরু হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জাহিদুল ইসলাম জাহিদ ভেলাগুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সফিকুল যুবলীগ কর্মী।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজারে বিএনপির পার্টি অফিসে ভাঙচুর মামলায় তাদের আটক করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন