ডেস্ক রিপোর্ট

৩ অক্টোবর ২০২৪, ৩:৪৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে দুর্গম চরে ধরা পড়ল বিশাল কুমির, আতঙ্কে জনপদ

আপডেট টাইম : অক্টোবর ৩, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে দুর্গম চর ঘাসিয়া এলাকায় প্রায় ৫ মণ ওজনের একটি বিশাল কুমির ধরা পড়েছে। স্থানীয়রা কুমিরটি ধরে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বন বিভাগসহ প্রশাসনের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া কুমিরটি বাবুল নামের এক জেলের পায়ে কামড় দিয়ে মাংস নিয়ে গেছে। পরে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া প্রায় ২০ দিন আগে আরও একটি কুমিরের দেখা মেলে ওই চরে। তবে সাইজে ওই কুমিরটি ছোট ছিল। বারবার কুমিরের দেখা মেলায় স্থানীয় জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন