ডেস্ক রিপোর্ট
৩ অক্টোবর ২০২৪, ৭:২৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: জয় দিয়ে কি বিশ্বকাপ শুরু করতে পারবে বাংলাদেশ? পারবে উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে? এমন নানা শঙ্কা আর প্রশ্নের জবাব অবশেষে মিলে গেলো। আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মেয়েদেরকে ১৬ রানের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সংগ্রহ করেছিলো ৭ উইকেট হারিয়ে ১১৯ রান। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে স্কটিশ মেয়েরা।