ডেস্ক রিপোর্ট

২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ণ

মৌলভীবাজারে চা শ্রমিকদের বকেয়া মজুরি প্রদানের দাবিতে সমাবেশ

আপডেট টাইম : সেপ্টেম্বর ২, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আজ ১ সেপ্টেম্বর ২০২৪ রবিবার বিকাল ৪টায় মৌলভীবাজার শহরের চৌমুহনায় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অবিলম্বে মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা চা বাগানসহ সকল বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপংকর ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য এডভোকেট আবুল হাসান, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য রাহাত আহমেদ, বাসদ নেতা খছরু চৌধুরী, চারণ জেলা সংগঠক হৃদয় অধিকারী, চা শ্রমিক ফেডারেশন রাজনগর চা বাগান কমিটির সাধারণ সম্পাদক দেওনারায়ন কল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন চা শ্রমিকরা এই দেশের সবচেয়ে নিগৃহীত জনগোষ্ঠী। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে ২০২২ সালে চা শ্রমিকদের ৩০০টাকা মজুরির দাবিতে আন্দোলনে শেখ হাসিনা সরকার চা শ্রমিকদের সাথে প্রতারণা করে মাত্র ৫০টাকা মজুরি বৃদ্ধি করে ১৭০ টাকা নির্ধারণ করেন। একেতো চা শ্রমিকদের সাথে সরকার প্রতারণার আশ্রয় নিয়ে মজুরি বৈষম্য রাখলেন ওপর দিকে এরিয়ারের সম্পূর্ণ টাকা মালিক পক্ষ পরিশোধ না করে এক তৃতীয়াংশ প্রদান করলেন। এরকম অনেক নজির রয়েছে চা শ্রমিকদের সাথে প্রতারণার। এখন তো আবার সেই ১৭০টাকা মজুরি প্রদানটাও বন্ধ করে ফুলতলা চা বাগানসহ বিভিন্ন বাগানে শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান করছে না মালিকপক্ষ।

তাই অবিলম্বে ফুলতলা চা বাগানসহ সকল বাগানের শ্রমিকদের প্রাপ্য বকেয়া মজুরি প্রদান করতে হবে প্রয়োজনে কোনও মালিক মজুরি প্রদানে ব্যর্থ হলে ব্যর্থ মালিকদের কাছ থেকে বাগান উদ্ধার করে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাগান পরিচালনা করতে হবে।

শেয়ার করুন