ডেস্ক রিপোর্ট

২৮ আগস্ট ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ

নেপালকে উড়িয়ে সাফের শিরোপা জিতলো বাংলাদেশ

আপডেট টাইম : আগস্ট ২৮, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ট্রফি নিয়ে উৎসব করেছে বাংলাদেশ। কাঠমান্ডুর মাঠে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা এসেছে। এমন জয়ের পর লাল সবুজ দলের কোচ বললেন কৌশল বদলে চূড়ান্ত সাফল্য এসেছে।

ম্যাচের পর মারুফুল হক আনন্দ চিত্তে শুরুতে বলেছেন, ‘আমি সর্বপ্রথম বলতে চাই আমাদের এই সাফল্য, এই শিরোপা, গত মাস ও এই মাসে যেই ছাত্র-জনতারা আন্দোলনে আত্মত্যাগ করেছে, তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।’

এরপরই ম্যাচের কৌশল নিয়ে ব্যাখ্যা দিলেন, ‘এই ম্যাচের আগে একদিন মাত্র রিকভারির জন্য সময় পেয়েছি এবং খেলোয়াড়দের আমার নিজের সকল মেধা দিয়ে রিকভারি করার চেষ্টা করেছি। ম্যাচ শুরুর আগে ওদের বলেছি ধীরেসুস্থে খেলার জন্য। যেহেতু এটা ওদের হোম গ্রাউন্ড, ওরা আমাদের ভেতরে আসবেই, অ্যাটাক করবে। তাই ছেলেদের বলেছিলাম কাউন্টার অ্যাটাক করার জন্য। তবে ১০-১২ মিনিট পর যখন দেখলাম তারাই উল্টো চাপটা নিয়ে ফেলেছে হোম গ্রাউন্ডের, সেটা থেকে বের হতে পারেনি। তখন কৌশল বদলে আমরা আক্রমণে চলে গিয়েছিলাম।’

শুরু থেকে পাসিং ফুটবল খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি, ‘যে খেলাটা (পাসিং ফুটবল) ১৫ দিন আগে শুরু থেকে খেলাতে চেয়েছিলাম, কারণ এখানে অনেক খেলোয়াড় আছে, যারা টেকনিক্যালি অনেক সাউন্ড, যাদের দিয়ে পাসিং ফুটবল খেলানো সম্ভব। ফাইনাল ম্যাচে তারা সেটা করতে পেরেছে মাথা ঠান্ডা রেখে। এ জন্য খেলোয়াড়দের ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

শেয়ার করুন