ডেস্ক রিপোর্ট

২৬ আগস্ট ২০২৪, ১১:৫৬ অপরাহ্ণ

সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাকে ‘মিথ্যা মামলা’ অভিহিত মুশফিকের

আপডেট টাইম : আগস্ট ২৬, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরে আছেন সাকিব আল হাসান। সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময় ঢাকায় সাকিবের নামে একটি মামলা হয়েছে। এই হত্যা মামলায় সাকিবসহ আসামি করা হয়েছে মোট ১৫৬ জনকে। সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটিকে ‘মিথ্যা মামলা’ বলে অভিহিত করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

আজ সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছেন, ‘একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’

রাওয়ালপিন্ডিতে খেলার সময় বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন সাকিব। এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘সাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত।’

এদিকে গতকাল সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন মুমিনুল হক। এই ক্রিকেটারও সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটিকে মিথ্যা বলে অভিহিত করেছেন।

গতকাল সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুমিনুল লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’

‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায়বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’-যোগ করেন তিনি।

শেয়ার করুন