ডেস্ক রিপোর্ট

১৮ আগস্ট ২০২৪, ১১:৪২ অপরাহ্ণ

বিসিবি সভাপতি হচ্ছেন ফারুক আহমেদ

আপডেট টাইম : আগস্ট ১৮, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: এ মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে দুটি খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে। এক. বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কবে-কখন পদত্যাগের ঘোষণা দেবেন? দুই. তার খালি চেয়ারে কে বসবেন? অর্থাৎ বিসিবির পরবর্তী প্রেসিডেন্ট হবেন কে?

আনুষ্ঠানিক কোন ঘোষণা না আসলেও এরই মধ্যে জানা হয়ে গেছে, যে বিসিবি সভাপতির পদ থেকে পদ্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নাজমুল হাসান পাপন এবং হয়ত ২০ আগস্ট নাগাদ তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলবেন। পাশপাশি বিসিবি সভাপতির চেয়ার খালি হলে সেখানে কে বসবেন? তাও মোটামুটি ঠিক হয়ে গেছে।

একদম উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্রের খবর, পাপন পদত্যাগ করলে আইসিসি ও বিসিবির গঠণতন্ত্র মেনে সভাপতি করা হবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে।

যাকে নিয়ে এত কথা, রাজ্যের হই চই, সেই ফারুক আহমেদ পুরো প্রক্রিয়া সম্পর্কে কতটা অবগত? ফারুকের সাথে কথা বলে পরিষ্কার বোঝা গেল, তিনি পুরো প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অবগত। আজ রোববার পড়ন্ত বিকেলে জাগো নিউজের সাথে মুঠোফোন আলাপে ফারুক এ বিষয়ে যদিও কোন মন্তব্য করতে রাজি হননি। তবে কথা-বার্তায় পরিষ্কার হয়েছে যা হচ্ছে, তিনি তার সবই জানেন এবং ব্যাপারটি মোটামুটি চূড়ান্ত। তবে মুখে বলেছেন, এ সম্পর্কে এখনই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে চাচ্ছি না।

এদিকে ভেতরের খবর, ফারুক আহমেদকে নাজমুল হাসান পাপনের পরিবর্তে কিভাবে, কোন প্রক্রিয়ায় বিসিবি সভাপতি করা হবে সেটাও প্রায় চূড়ান্ত। প্রথমে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি বোর্ড পরিচালক পদে নিয়োগ দেয়া হবে।

আগেই জানা যে, বর্তমান পরিচালক পর্ষদের সকল সদস্য কিংবা অন্তত ১৬ থেকে ১৭ জন পরিচালক পদত্যাগ না করলে পুরো বোর্ড ভাঙ্গার কোনোই সুযোগ নেই। অন্তত ৯ জন পরিচালক থাকলে বোর্ড মিটিংয়ের জন্য কোরাম করা যাবে। এর কম পরিচালক থাকলে আর কোরাম করা যাবে না। তাই বর্তমান প্রেক্ষাপটে অন্তত ৯ জন পরিচালককে রেখে দেয়ার একটা প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে।

সে প্রক্রিয়ায় ফারুক আহমেদ ও কোচ নাজমুল আবেদিন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি বোর্ড পরিচালক হিসেবে আনার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।

হয়ত কাল (সোমবার) বা পরশু মঙ্গলবারের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপন আসবে যে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম এনএসসির কোটায় নতুন বোর্ড পরিচালক। বলে রাখা ভাল, তারা দু’জন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় বোর্ড পরিচালক হিসেবে মনোনীত হবেন।

জালাল ও ববি সর্বশেষ বোর্ড নির্বাচনে অংশ নেননি। সরাসরি ক্রীড়া পরিষদ থেকে ভোট ছাড়া পরিচালক মনোনীত হয়েছেন। গঠণতন্ত্রে ক্রীড়া ফেডারেশনগুলোর অভিভাবক হিসেবে ক্রীড়া পরিষদ দু’জনকে সরাসরি বোর্ড পরিচালক পদে নির্বাচিত করার বিধান আছে।

জানা গেছে, সে নিয়মে ফারুক আহমেদ বোর্ড পরিচালক হবেন আগে। পরের ধাপ হিসেবে তিনি সহ-সভাপতি পদে মনোনয়ন পাবেন। এরপর পরিচালকদের ভোটে সহ-সভাপতি থেকে ফারুক আহমেদকে সভাপতি হিসেবে মনোনীত করা হবে।

শেয়ার করুন