ডেস্ক রিপোর্ট

৮ আগস্ট ২০২৪, ১০:৩৩ অপরাহ্ণ

জুলাই গণহত্যার বিচার ও লুটতরাজ- সাম্প্রদায়িক হামলাকারীদের বিচার দাবি

আপডেট টাইম : আগস্ট ৮, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার উদ্যোগ এক যৌথ সভা আজ বৃহস্পতিবার ( ৮আগস্ট ২০২৪) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাসদ সিলেট জেলার সভাপতি এডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে এবং বাসদ সিলেট জেলার সাধারন সম্পাদক প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা আহ্বায়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সিরাজ আহমদ, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সাবেক সাধারণ সম্পাদক অ্যডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ জাসদ জেলা সাধারণ সম্পাদক সাইফুল আলম, সাম্যবাদী আন্দোলনের নেতা এডভোকেট মহীতোষ দেব, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ, বাংলাদেশ জাসদ নেতা লাল মোহন দেব, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রনেন সরকার রনি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহসভাপতি পিনাক দাস, ছাত্র ইউনিয়ন আহবায়ক মণীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক বুশরা সোহেল প্রমুখ।

সভায় বক্তারা বলেন,একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হয়েছে। গত ১৫বছর ধরে গুম,খুন,গ্রেফতার, ভিন্নমত দমন এবং সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করে দেশে এক একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করে। মুক্তবুদ্ধি,ভিন্নমত দমনের মাধ্যমে দেশে একটি যুক্তিহীন,পশ্চাৎপদ চিন্তার জমিন তৈরি করে। যার ফলে একদিকে যেমন প্রবল দমন-পীড়ন চলে,অন্যদিকে মাথাছাড়া দেয় ভয়াবহ সাম্প্রদায়িক চিন্তা। বস্তুত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের কথা বলতে বলতেই দেশকে মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষার বিপরিতে পরিচালনা করে। আওয়ামী দুঃশাসনের সর্বশেষ ভয়াবহ আক্রমণ নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর। শত শত শিক্ষার্থীকে নির্বচারে হত্যা করে হাসিনা সরকার তার শেষ রক্ষা করতে চেয়েছিল। কিন্তু হাসিনা সরকারের এ বর্বতাকে নৎসাৎ করে দেয় ছাত্র জনতা। পতন ঘটে সরকারে। ‘

বক্তারা আরো বলেন, অবিলম্বে জুলাই গণহত্যার বিচার,রাষ্ট্রীয় উদ্যোগে শহীদ পরিবারের সহযোগিতা, সরকারি উদ্যোগে চিকিৎসারত আন্দোলনকারীর চিকিৎসা ব্যায় নির্বাহের দাবি জানান।

একই সাথে গত ৫ তারিখে সরকার পতনের থেকে সংগঠিত লুটতরাজ ,হামলা, ধানমন্ডির ৩২সহ বিভিন্ন জাদুঘরে ও ভাস্কর্য ভাঙচুরের এবং সাম্প্রদায়িক উস্কানির সাথে জড়িতদের বিচার নিশ্চিতের দাবিও জানান।

শেয়ার করুন