ডেস্ক রিপোর্ট

২৬ জুলাই ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোকসভা

আপডেট টাইম : জুলাই ২৬, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ময়মনসিংহে আজ শুক্রবার কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী মোর্চা ও বাংলাদেশ জাসদ এর যৌথ আয়োজনে শহরের মালগুদাম রোডে ছাত্র ইউনিয়ন অফিসে সকাল ১১ টায় শোকসভা শুরু হয়। শুরুতে আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) ময়মনসিংহ জেলা সমন্বয়ক কমরেড শেখর রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাসদ জোনাল ইনচার্জ ইমাম হোসেন খোকন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অণু, নয়া গনতান্ত্রিক গণমোর্চার সভাপতি আবু বকর সিদ্দিকী রোমেল, বাংলাদেশ জাসদ ময়মনসিংহ নগর সাধারণ সম্পাদক গোলাম ফারুক লিটন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহবায়ক আজহারুল ইসলাম আজাদ।

সভায় বক্তারা বলেন- ‘ছাত্ররা কোটা সংস্কারের একটা যৌক্তিক, ন্যায্য দাবী নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন গড়ে তুলেছিল। কিন্তু সরকার তাদের ন্যায্য দাবী মেনে না নিয়ে বরং বিভিন্ন মন্ত্রী এমপিরা আন্দোলন দমন করতে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগকে লেলিয়ে দেয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী ছাত্রদের কটাক্ষ করে বক্তব্য দেয়। এর পরপরই ছাত্রদের উপর পুলিশ গুলি চালায়। ছাত্র হত্যার প্রতিবাদে ছাত্র জনতা রাস্তায় নামলে তাদের উপর পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি সম্মিলিতভাবে হামলা, গুলি করে। সারাদেশে এই বর্বর আক্রমণে কয়েকশ ছাত্র জনতা নিহত হয়। এটা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে গণআন্দোলন দমনে বর্বরতম হত্যাকান্ড।’

বক্তারা আরও বলেন – ‘গত ১৫ বছর ধরে জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামীলীগ সরকার ভয়াবহ ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে। সকল বিরোধী মতকে সরকার গুলি, লাঠি চালিয়ে দমন করে আসছে। সেই ধারাবাহিকতায় ঘৃণ্য এই হত্যাকান্ড ঘটালো সরকার। দেশের জনগণের উপর রাষ্ট্রীয় সকল বাহিনী লেলিয়ে দিয়ে শত শত মানুষ হত্যা করে ক্ষমতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়েছে এই সরকার। গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ছাড়া জনগণের নূন্যতম অধিকার আদায়ের বিকল্প কোন রাস্তা নেই।’

বক্তারা ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানান। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন। ছাত্র জনতা হত্যাকারী সরকারকে ক্ষমতাচ্যুত করতে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহবান জানান।

শেয়ার করুন