ডেস্ক রিপোর্ট

১৬ জুন ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ

মিরনজিল্লা কলোনী উচ্ছেদের প্রতিবাদে রংপুরে সংহতি সমাবেশ

আপডেট টাইম : জুন ১৬, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: পুনর্বাসন ছাড়া ঢাকা মিরনজিল্লা কলোনী উচ্ছেদের প্রতিবাদে এবং অবিলম্বে উচ্ছেদকৃত সকল পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতে ১৬ জুন, সোমবার দুপুর ১২টায় রপুর প্রেসক্লাব চত্তরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

হরিজন অধিকার আদায় সংগঠনের রংপুর জেলার সভাপতি সুরেশ বাসফোরের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রাজু বাসফোরের সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, রংপুর সরকারী কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক মোজাহার আলী, বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার সমন্বয়ক, বাসদ(মার্কসবাদী), রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ রংপুর জেলার সভাপতি সুশান্ত ভৌমিক, মহানগর সভাপতি সুব্রত সরকার মুকুল, সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, সহ-সভাপতি সুব্রত কুমার রায়, জাতীয় আদিবাসী পরিষদ, রংপুর জেলার সভাপতি বিমল খালকে।

নেতৃবৃন্দ বলেন এই পরিচ্ছন্নতা কর্মীরা শত শত বছর ধরে বংশ পরম্পরায় এই দেশকে পরিষ্কার রাখছে।তাদেরই একটা অংশ ঢাকার মিরনজিল্লা কলোনীতে বসবাস করে।ঢাকা দক্ষিণ সিটির মেয়রের মদতে স্থানীয় কাউন্সিলর আউয়াল সবজি মার্কেট করার কথা বলে হরিজনদের পাঁচ হাজার বর্গফুট জায়গা দখল করেছে।ফলে শতাধিক পরিবারের কয়েকশ মানুষ তাদের বাসস্থান হারিয়েছে।বেআইনীভাবে উচ্ছেদের শিকার মিরনজিল্লা কলোনীর এই পরিবারগুলোকে অবিলম্বে ক্ষতিপূরণ প্রদানসহ পুনর্বাসন করতে হবে।

চারশ বছর ধরে বসবাসকারী পরিবারগুলোকে যারা উচ্ছেদ করেছে তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

শেয়ার করুন