ডেস্ক রিপোর্ট

১৬ জুন ২০২৪, ১১:১৩ অপরাহ্ণ

ছাত্র ফ্রন্টের গণস্বাক্ষর কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ

আপডেট টাইম : জুন ১৬, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবীতে দেশব্যাপী চলমান ৫ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের অংশ হিসেবে আজ ১৬ জুন’২৪ রবিবার বিকেল ৫ টায় চট্টগ্রাম লালদীঘির পাড়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচী পালিত হয়। কর্মসূচী চলাকালে কিছু ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে লিফলেট ও প্রকাশনা নিয়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করে এবং ছাত্র ফ্রন্ট কর্মীদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। ছাত্র ফ্রন্টের সভাপতি রিপা মজুমদারের নেতৃত্বে সংগঠকরা সহ উপস্থিত সাধারণ মানুষ সম্মিলিত ভাবে ছাত্রলীগের বাঁধা প্রতিরোধ করে স্বাক্ষর সংগ্রহের কাজ জারি রাখে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সভাপতি রিপা মজুমদার ও সাধারণ সম্পাদক নেভি দে আজ ১৬ জুন,২০২৪ সংবাদপত্রে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ স্বাক্ষর সংগ্রহের মতো ন্যূনতম গণতান্ত্রিক কর্মসূচিতে ছাত্রলীগ সন্ত্রাসীদের বাঁধা ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের নগ্ন বহিঃপ্রকাশ।

বিবৃতিতে বলেন, গোটাদেশের মানুষ যখন তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, শিক্ষক-শিক্ষাবিদ-সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ এ শিক্ষাক্রম বাতিলের আন্দোলনে সমর্থন সহযোগিতা করছে তখন ছাত্রলীগের এমন অতর্কিত বাঁধা অত্যন্ত ন্যাক্কারজনক। সারাদেশে চলমান অগণতান্ত্রিক শাসনের ফলাফল হিসেবেই এ ধরণের ঘটনা আজ চট্টগ্রামেও আমরা প্রত্যক্ষ করলাম। আমরা এহেন হীন কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানাই। গণমানুষের শিক্ষা রক্ষার লড়াইকে এভাবে বাঁধা দিয়ে দমন করা যাবেনা। জ্ঞান, বিজ্ঞান ও মনুষ্যত্ব ধ্বংসের জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিলের আন্দোলনে আমরা সারাদেশে ব্যাপক সাড়া পাচ্ছি। সারাদেশের মানুষ আমাদের সঙ্গে আছেন।

এই লড়াইকে আরো বেগবান করতে তা আমাদের সাহস ও শক্তি যোগাবে। আমরা সমস্ত অন্যায় জুলুমের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ৫ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানকে শক্তিশালী করবার জন্য এগিয়ে আসার আহবান জানাই।

শেয়ার করুন