ডেস্ক রিপোর্ট
৬ জুন ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় বাজেটে কৃষি খাতে ৪০% বরাদ্দের দাবীতে আজ ০৬/০৬/২০২৪ তারিখ বেলা ১১ টায় সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবরে স্মারক লিপি পেশ করেন।
স্মারক লিপি পেশের পূর্বে সিলেট ডিসি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলার সংগঠক লক্ষ্মণ সেনের সভাপতিত্বে ও বশির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলার সংগঠক এডভোকেট রনেন সরকার রনি, কৃষক সংগঠক শফিকুল ইসলাম, তফাজ্জল মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন উদয়াস্ত হাড় ভাঙা পরিশ্রম করে জমিতে ফসল উৎপাদন করে সারাদেশের মানুষের অন্ন যোগায় যে কৃষক, তারাই এদেশে সবচেয়ে বেশি শোষিত -নিপীড়িত ও অবহেলিত। কৃষি নির্ভর জীবনে ক্রমবর্ধমান নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজারে প্রতিদিনখার খরচ চালাতে অন্নদাতা কৃষকদের ঘরেই খাদ্যের সংকট তৈরী হয়,এছাড়া কৃষক সন্তানদের শিক্ষা,চিকিৎসার খরচ তো আছেই। ক্রমাগত কৃষি উপকরণ সার,বীজ, কীটনাশক ইত্যাদির দিয়ে ফসল উৎপাদন করে যা কৃষকের ঘরে তোলা হয়,পরে উৎপাদন ব্যায় হিসাবে তেমন কিছুই পায়না কৃষক। সরকারিভাবে ন্যায্যমূল্যে উৎপাদিত ফসল কেনার যেহেতু সুযোগ নেই, ফলে ধার,ঋণ করে যা উৎপাদন করা হয়,তাই আবার স্বল্প মূল্যে বেপারীদের কাছে বিক্রি করতে বাধ্য হয় কৃষক। ফলে কৃষিতে নিত্য নতুন যান্ত্রিকরণ ঘটলেও কৃষকের পরিশ্রম ও কষ্টের লাগব তো হয়ইনি, বরং সেচ,ট্রলি,মাড়াই-ঝাড়াইয়ের খরচ তোলাই তাদের পক্ষে দুষ্কর হয়ে পড়ে। ফলে অবিলম্বে কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি রোধ করে বিনাশর্তে কৃষি খাতে কৃষকদের ভর্তুকি দেওয়াসহ আসন্ন জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০% দেওয়ার জোর দাবী জানান।
বক্তরা আরও বলেন,চলমান বন্যা পরিস্থিতিতে সুনামগঞ্জ, হবিগঞ্জ, উত্তরবঙ্গসহ উপকূলীয় অঞ্চলের কৃষকদের যে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে তার পুর্নবাসনসহ কৃষি ভর্তুকি দিতে হবে,অন্যথায় কৃষি ও কৃষক যে ক্ষতির সম্মুখিন হবে তা আরও সংকটের জন্ম দিবে।