ডেস্ক রিপোর্ট

২ জুন ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ণ

ইসরায়েলের জাতিসংঘের সদস্যপদ বাতিলের দাবি বাম গণতান্ত্রিক জোটের

আপডেট টাইম : জুন ২, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, ইসরায়েল গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত করেছে। বছরের পর বছর ধরে তারা ফিলিস্তিনের হাজারো মানুষকে হত্যা করছে। তাই অবিলম্বে ইসরায়েলের জাতিসংঘের সদস্যপদ বাতিল করতে হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এক সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এসব কথা বলেছেন। ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, ইসরায়েলের জাতিসংঘের সদস্যপদ বাতিল ও মার্কিন-ইসরায়েলি যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে দেশব্যাপী সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। এরই অংশ হিসেবে আজ ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক আইনে শিশু-নারী-বয়স্ক মানুষ, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দূতাবাসে হামলা চালানো যায় না। কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তিনে একের পর এক হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মদদদাতাদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জোটটির নেতারা।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার প্রমুখ।

এদিকে শনিবার বিকেলে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীতে সড়কের পাশে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী। সংগঠনটির নেতারা বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে কয়েক দশক আগে ফিলিস্তিনের ভূমি দখল করে গড়ে ওঠা ইসরায়েল রাষ্ট্রটির কোনো বৈধতা নেই। বিশ্বের অনেক দেশ ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। তারপরও মার্কিন সাম্রাজ্যবাদ ও তার দোসরদের সহযোগিতায় ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের বেশির ভাগ ভূমি নিজেদের দখলে নিয়েছে। গত কয়েক দশকে ফিলিস্তিনের জনগণের ওপর বহুবার নৃশংস হামলা হয়েছে।

উদীচীর নেতারা মনে করেন, বাংলাদেশের উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক ফোরামে তাদের পক্ষে জনমত গড়ে তোলা। এ বিষয়ে দ্রুত কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তাঁরা।

উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি বদিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি জামসেদ আনোয়ার, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, কোষাধ্যক্ষ বিমল মজুমদার, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক আরিফ নূর, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সদস্য শাকিল আক্তার প্রমুখ।

শেয়ার করুন