ডেস্ক রিপোর্ট

১ জুন ২০২৪, ৯:৩০ অপরাহ্ণ

ভারতীয় চিনির চালান জব্দ, চোরাকারবারিরা অধরা

আপডেট টাইম : জুন ১, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে বিনা শুল্কে ভারত থেকে অবৈধ ভাবে চোরাই পথে আনা চিনির চালান জব্দ করেছে এলাকাবাসী। শুক্রবার(৩১ মে) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর বাজার সংলগ্ন পাটলাই নদী থেকে আটক করা হয়।

খোঁজ নিয়ে গেছে, দীর্ঘ দিন ধরে সীমান্তের চিহ্নিত চোরাচালানীরা ভারত থেকে অবৈধ পথে বিনা শুল্কে কয়লা,বিভিন্ন ব্যান্ডের মদ,গাজা,ইয়াবা,কসমেটিকস ও ভারতীয় চিনি এনে উপজেলায় ও পাশ্ববর্তী মধ্যনগর উপজেলা দিয়ে পাচার করার সময় উপজেলার পাটলাই নদী দিয়ে চিনির চালান বোঝাই একটি নৌকা পাচার করার সময় স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে ইঞ্জিন চালিত নৌকাসহ ১৮টি চিনির বস্তা(৫০)আটক করে। পরে পুলিশকে খবর দিলে তাহিরপুর থানার এসআই প্রাডন সিংহ ঘটনাস্থলে গিয়ে চিনিসহ নৌকা থানায় নিয়ে আসে।

প্রতক্ষদর্শী ও সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন সীমান্তের চিহ্নিত চোরাচালানীরা একটি সিন্ডিকেট তৈরী করে পুলিশ বিজিবির নাম ভাঙ্গীয়ে চাদাঁ তুলে উপজেলার বাগলী, লালঘাট, কলাগাও, চারাগাও, লাকমা, জঙ্গলবাড়ি, ট্যাকেরঘাট সীমান্ত এলাকা দিয়ে রাতে বিভিন্ন ব্যান্ডের মদ, ইয়াবা, গাজা, কসমেটিকস, হাজার হাজার বস্তা কয়লা ও চিনির হাজার হাজার বস্তা ভারত থেকে অবৈধ পথে বিনা শুল্কে সীমান্তের বাড়ি ঘরে এনে রাখা হয়। পরে সময় আর সুযোগ বুঝে পাটলাই নদী পথে ও সড়ক পথে পাশ্ববর্তী মধ্যনগর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় পাচার করা হয়। এর একটি অংশ তাহিরপুর উপজেলা সদরেও প্রবেশ করে। এরপর উপজেলার সদরের বিভিন্ন দোকানে, সুলেমানপুর, লামাগাও, পন্ডুব, বালিজুরী,আনোয়ারপুরসহ বিভিন্ন বাজারে পাচার করা হয়। ফলে মাদক ও ভারতীয় চিনির সয়লাব হয়েগেছে উপজেলার সর্বত্রই।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন জানান, মালিকবিহীন নৌকাসহ ভারতীয় ১৮টি চিনির জব্দ করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর সাথে জড়িতদের বিষয়েও খোঁজ নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন