ডেস্ক রিপোর্ট

২৫ মে ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ

টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশী হয়ে ৬ উইকেট শিকার করলেন ফিজ

আপডেট টাইম : মে ২৫, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: অধিকার ডেস্ক:সেই ২০১২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং ফিগারটি করেছিলেন স্পিনার ইলিয়াস সানি। জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। এর মধ্যে সাকিব আল হাসান দু‘বার ৫টি করে উইকেট নিয়েছিলেন। মোসাদ্দেক হোসেন এবং মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন ১বার করে ৫ উইকেট।

কিন্তু টি-টোয়েন্টির ইতিহাসে এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো বোলার ৫টির বেশি উইকেট নেয়ার কৃতিত্ব দেখাতে পারেননি। বিশ্বকাপের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরে বসেছিলো টাইগাররা। শেষ ম্যাচটা ছিল হোয়াইটওয়াশ এড়ানোর মিশন।

এই ম্যাচে এসেই জ্বলে উঠলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তিনি শুধু সেরা বোলিংই করলেন না, টি-টোয়েন্টির ইতিহাসে বাংলাদেশের হয়ে প্রথম ৬ উইকেট শিকারী বোলারে পরিণত হলেন। ৪ ওভারে ১০ রান দিয়ে তিনি নিলেন ৬ উইকটে। একটি মেডেনও ছিল তাতে।

শেয়ার করুন