ডেস্ক রিপোর্ট

২২ মার্চ ২০২৪, ৭:১২ অপরাহ্ণ

ময়মনসিংহে বালু বিক্রি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ১০

আপডেট টাইম : মার্চ ২২, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ময়মনসিংহ সদরে বালু দখল ও বিক্রিকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে জয়নব বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার বোররচর ইউনিয়নের মৃর্ধাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নব বেগম ওই এলাকার আবু বক্করের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৃর্ধাপাড়া গ্রামে জালাল উদ্দিন গ্রুপ এবং রব্বানি গ্রুপের লোকজনের পূর্ব বিরোধ ছিল। ঘটনার দিন সরকারিভাবে খননকৃত ব্রহ্মপুত্র নদের ড্রেজারের বালু বিক্রি করাকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এতে বল্লমের আঘাতে জয়নব বেগম নামে এক নারীর মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ১০ জন। আহতদের মাঝে নিহতের ছেলে মিলন (৩৫) ও হাসান আলীর ছেলে ইসমাইলকে (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন