ডেস্ক রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৪, ৭:০২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। অদ্য ২৮ জানুয়ারি রবিবার বিকাল সাড়ে ৪টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয় থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র মানুষের শীতবস্ত্র বিতরণ কালে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, কৃষক ফ্রন্টের রুমন বিশ্বাস,শ্রমিক ফ্রন্ট এর আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, মোহসিন আহমদ,
জাহেদ আহমদ, ময়না মিয়া, প্রমূখ ।
শীতবস্ত্র বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক -অর্থনৈতিক সংকটে সবচেয়ে দুর্ভোগের মধ্যে আছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম; কিন্তু বাড়ছে না শ্রমজীবী মানুষের আয়। নেতৃবৃন্দ বলেন, যেকোন দুর্যোগে দুর্ভোগে পড়তে হয় শ্রমজীবী মানুষদের।
নেতৃবৃন্দ আরও বলেন, যেকোন সংকটে আমাদের দল -বাসদ মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্বক চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এবার শীত শুরু হওয়ার পর থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে।