ডেস্ক রিপোর্ট

১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় প্রার্থিতা প্রত্যাহার করলেন ঊষাতন তালুকদার

আপডেট টাইম : ডিসেম্বর ১৫, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাঙামাটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে তিনি প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।

ঊষাতন তালুকদার বলেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। তাই দলের সাথে আলোচনা করেই প্রার্থিতা প্রত্যাহার করেছি। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেএসএসের রাঙামাটি জেলা সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমা ও সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ঊষাতন তালুকদার ব্যক্তিগত কারণে প্রার্থিতা প্রত্যাহার করছেন বলে উল্লেখ করেছেন। আমরা তার আবেদন গ্রহণ করেছি।

ঊষাতন তালুকদার প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে ভোটের মাঠে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংষদ সদস্য দীপংকর তালুকদার, জাতীয় পার্টির রাঙামাটি জেলা সভাপতি হারুনুর রশিদ, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির মো. মিজানুর রহমান।

প্রসঙ্গত, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে হাতী প্রতীকে অংশ নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দীপংকর তালুকদারকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ঊষাতন তালুকদার। এরপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারের কাছে পরাজিত হন তিনি।

শেয়ার করুন