ডেস্ক রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৩, ১২:১০ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে এক মনোনয়নপ্রত্যাশীর (স্বতন্ত্র) ওপর হামলা হয়েছে। হামলাকারীরা হত্যার হুমকিও দিয়েছে।
শুক্রবার দুপুরে হামলার পর ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আহত মনোনয়নপ্রত্যাশীর নাম গোলাম সারোয়ার।
তিনি মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ওই উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। নগরীর ছোটরা এলাকায় কুমিল্লা জেলা নির্বাচন অফিসের প্রবেশপথে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল মনোনয়নপত্র কিনতে জেলা নির্বাচন কার্যালয়ে যান গোলাম সারোয়ার। ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন অফিসসংলগ্ন রাস্তার ওপর মাস্ক পরা ৪ থেকে ৫ জন তাঁর ওপর হামলা চালায়। এ সময় তারা ‘মনোনয়নপত্র কিনতে কেডায় অর্ডার দিছে’ জানতে চেয়ে অশালীন ভাষায় গালমন্দসহ এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকে।
গোলাম সারোয়ার বলেন, ‘হামলাকারীরা আমার হাত থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার জন্য টানাটানি করে। চিৎকার দিলে লোকজন এগিয়ে আসায় তারা পালিয়ে যায়। মনোনয়নপত্র জমা দিলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি নিরাপত্তাহীনতায় আছি। এ বিষয়ে থানায় ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছি।’
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন খান বলেন, কেউ অভিযোগ করেনি। কুমিল্লা জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।