ডেস্ক রিপোর্ট
১ নভেম্বর ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা শাখার সভাপতি জননেতা লোকমান আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে জামাত-জঙ্গি-আগুন সন্ত্রাসী চক্রকে দমন ও ক্ষমতার বাইরে রাখতে হবে। সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে যথাসময়ে নির্বাচন করতে হবে। আগুনসন্ত্রাসীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করেই সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। জঙ্গিবাদী-দুর্নীতি-লুটপাটকারীদের দমন ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রাম এর ভেতরেই বৈষম্য অবসান করে সমাজতন্ত্রের পথের সংগ্রামও এগিয়ে নিতে হবে।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) বিকাল ৫টায়, নগরীর নজরুল একাডেমী মিলনায়তনে জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা সভা ও পুনর্মিলনী তে সভাপতির ভাষণে এ কথাগুলো বলেন।
সভায় বক্তারা আরও বলেন বাংলাদেশের চিরশত্রুদের রাজনীতি থেকে চিরতরে বিদায় দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় অনু্ষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জাসদ সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাকালিন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. মুজিবুর রহমান চৌধুরী, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মিসেস শামীম আখতার, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, যুক্তরাজ্য জাসদের কোষাধ্যক্ষ রেদওয়ান খান, জেলা জাসদ নেতা মহিউদ্দিন আহমদ, সুকান্ত ভট্টাচার্য, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, মাহমুদুল হক চৌধুরী,তোবারক হুসেন, জসিম উদ্দিন ও সাবেক ছাত্রনেতা প্রবাসী জাসদ নেতা হোসেন ইয়াহিয়া চৌধুরী এহিয়া প্রমূখ।